মাঝ রাতে হঠাৎ ঘুম ভাংগে,
ফেরারী ঘুম!
আবার ঘুম,
আবার ভাংগে।
এক সময় দিনের আলো উঁকি দেয়,
চারদিকে ভোরের ফর্সা আলো।
শান্ত সকাল,
চারদিক তখনো ঘুমিয়ে থাকে।
খুঁজে বেড়াই আমার অস্তিত্বকে,
তেষ্টা পায়, ভীষন তেষ্টা।
অস্তিত্ব খুঁজে পেলাম।
তন্দ্রায় স্বপ্ন দেখছিলাম,
একই স্বপ্ন বারবার দেখি।
যা ভুলে থাকতে চাই,
তাই বারবার ফিরে আসে।
যে স্বপ্ন আমার সারা রাতের ঘুম চুরি করে পালায়।
নাহ! তোমাকে ভুলা অসম্ভব।
তোমাকে ভালবেসেছিলাম সর্বস্ব উজার করে।
পবিত্র সে ভালবাসা আমার,
আমার মন দ্বিধায় দ্বিখন্ডিত।
তুমি পবিত্র ভালবাসাকে কলুষিত করলে!
নষ্ট চাওয়া আজ তোমার দুয়ারে!
অপবিত্র।
মনে প্রশ্ন জাগে-
তুমি কি প্রতারক?
নাকি অবুঝ?
হয়তোবা নষ্ট মাংসের ফেরিওয়ালী!
নিজেই উপেক্ষিত!
আমার প্রেমকে ফেরারী করার অপপ্রয়াস!
আমার বুঝারও ভুল হতে পারে!
তাইতো আজ আমি চলি জীবনের ছন্দ হারিয়ে,
নীল কষ্ট বুকে নিয়ে,
বারবার ফিরে তাকাই পশ্চাতে,
যদি তুমি আস পবিত্র ভালবাসা নিয়ে।