একুশ মানে-
তরুনের তারুণ্য,
বজ্রমুষ্ঠি হাত।  
মধুর আবেশে বেজে উঠা ঝংকার,
সহস্র বীনার তার।
স্বাধীনতার তরে জেগে উঠা,
কোটি প্রাণের স্বপ্ন সাধ।