তোরে আমি খুন করবো,
গুম করবো,
পুঁতে রাখবো,
গহীন হৃদয় তলে।
সর্বনাশা দুখের দহন,
ধিকি ধিকি জ্বলে।