আলো দিতে এসে দেখি শহরের সবাই অন্ধ!
অন্ধরা আলো নেয়নি,
অন্ধরা আলো দেখতেও পায়নি,
দেখার কথাও না!
আলোটা ছুঁয়ে দেখতে বলেছিলাম,
অন্ধত্ব দূর হয়ে যাবে বলে আশ্বস্ত করেছিলাম,
ভয়ে ওরা আলোটা ছুঁয়েও দেখেনি।
ওরা অন্ধ থাকতেই ভালবাসে,
অন্ধত্বেই ওরা অভ্যস্ত হয়ে গেছে।
রচনাকাল -১৯/০৪/২০২০ ইং, ঢাকা।