একজন শিক্ষিত প্রেমিক আর একজন কঠোর পরিশ্রমী শ্রমিক,
একজন আদর্শ ধর্মযাজক,
তাদের প্রেয়সীকে ভালোবাসার সময়,
নিতম্বে, জংঘায়, স্তনবোঁটায় কিংবা উরুদেশে
এমনকি যোনিতেও একইভাবে চুম্বন করে কিনা!
শরীরের সর্বাঙ্গ থেকে শাড়ী খুলে খোঁজে কিনা!
কোন গহবরে কামনার জল!
রিকশার ভদ্রলোক যাত্রীটি যখন-
পাশের রিকশায় বসে থাকা সুন্দরী রমনীর -
উন্নত বক্ষযুগলে তাকিয়ে তীব্র কামনার সুখ নেয়,
তখন কংকালসার রিকশাওয়ালাও কি ক্ষণিকের জন্যে,
ভুলে ক্ষুধার জ্বালা আনমনা হয় অমৃত পানের নেশায়!