খুব কাছ থেকে মৃত্যুর ঘ্রাণ নিয়েও বেঁচে থাকা যায়!
যায় তো!
আমাদের সময় আমরা বেঁচেছিলাম,
প্রমাণিত।
কী আশ্চর্য!
তাই না!
প্রতিদিন লাশের ভুল হিসেব কষে,
আমরাও ছিলাম বেঁচে আজব এক দেশে।
ভালো থাকা আর না থাকা বড় কথা নয়,
বড্ড কঠিন সময়ে আমরা দিব্বি বেঁচেছিলাম।
বাঁচা মরার মাঝামাঝি দাঁড়িয়ে,
লাশের ভুল হিসেব কষা সহজ ছিলো না।
কঠিন সময়ে খুব সহজ ছিলো মরে যাওয়া,
আমরা সহজকে কঠিন করে বেঁচেছিলাম।
ভাবলেই মনটায় কেমন কেমন লাগে,
ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে শিহরণ জাগে।
মৃত্যুর ঘ্রাণ অনুভব করতে পারি,
সহজকে কঠিন করে জেগে থাকি রাত্রির গভীরে।
কত পরিচিত আপনজন মরে গেলো,
জ্ঞানী গুণী সেলিব্রিটিরাও ছিলো এই দলে।
সোস্যাল মিডিয়ায় শোক জানিয়ে শেষ করেছি দায়,
এর চেয়ে বেশিকিছু করার ছিলো না উপায়।
মৃত্যুর অসহ্য ঘ্রাণ উপেক্ষা করে,
আমাদের আর কিইবা করার থাকতে পারে!
রচনাকাল - ২১/০৬/২০২০ইং, ঢাকা৷