ইঁদুরের অহেতুক চেঁচামেচি,
সুন্দর দেখতে পাখিটার বিষ্ঠায়ও দুর্গন্ধ!
বাস্তবতা কঠিন থেকে অসহ্য হয়ে উঠেছে।
অযৌক্তিক নীতিকথার ভাষণ থেমে নেই,
খরগোশ খাঁচা ছেড়ে বের হতে ভয় পায়,
সিংহের দুর্বলতা হরিণের মাংসে!
আমি ভাবি, ভোরের বাতাস ছাতি ভরে নিয়ে,
কিছু সময় শীত নিদ্রায় থাকাই শ্রেয়,
সার্বিক মঙ্গল কামনা জানাতে ভুল করিনা।
রচনাকাল - ১৯/১১/২০১৬, ঢাকা।