শুকায়নি আবরারের কবরের মাটি,
কান্না থামেনি বাপ ও মায়ের,
চাপা পড়েনি জমাট দীর্ঘশ্বাস!
শুকায়নি ক্ষত অন্তরের দগদগে ঘাঁয়ের।
শিশু তুহিনের পেটে কুড়াল বিদ্ধ,
গাছে ঝুলছে নির্মমতার সাক্ষী লাশ।
কান ও লিংগ কেটে নিয়েছে,
তবে কী ভাববো এদেশ হায়েনাদের আবাস!
মরে যাচ্ছে, আবরারের মাইর বেশী হইছে,
মরে যায় আমার প্রিয় বাংলাদেশ!
শিশু তুহিনের ক্ষতবিক্ষত দেহ ঝুলছে গাছের ডালে,
বাংলাদেশের পেটে কুড়াল ঢুকিয়েছে বিদ্বেষ!
আবরার তুহিন বাংলাদেশ,
স্বাধীনতার-ই প্রতিচ্ছবি!
কেমন আছে সোনার বাংলা?
এখনো আমরা ভাবি!
রচনাকাল - ১৪/১০/২০১৯ ইং, ঢাকা।