জনাব খবর বলেন,
- জ্বি, তাহলে ওইদিকে চলেন।
আরে এতো লোক কোত্থেকে!
- এরা সেলাই শিল্পী প্রত্যেকে।
তাহলে চলমান লকডাউন!
- পাছার কাপড় ছিঁড়ে চোখ ঢাকুন।
কীসব বাজে বকছেন!
- ইদানীং খবর দেখেছেন!
নারী পাঠিকারা মাথায় কাপড় দিয়েছেন!
- ছাড়েন তো ওসব উদ্ভট সংস্কৃতি,
বড্ড সেকেলে রীতিনীতি!
- তাইতো বলে ওদের কর্ম কীর্তি।
আর কোনো বার্তা?
- আসন্ন পঙ্গপাল ফেসবুকে হচ্ছে ভাজি ভর্তা।
ভালোই তো সমস্যা কি তা!
- হুজুরদের হালাল হারাম ফতোয়া।
আহা! এতো মহা ঝামেলা,
- আরও তো শুনে নেন,
জ্বি, জনাব একে একে সব বলে দেন।
- সীমিত পরিসরে খুলে যাচ্ছে সব।
বলেন কী, এতো মহা আজব!
- সবই স্বাভাবিক,
দেশটা তো বাংলাদেশ, তা ঠিক।
- তবে চলবে না গণ পরিবহন,
সীমিত পরিসরে খুলতে কন।
- সীমিত পরিসরের মানে কী বুঝি আমরা!
মেরে গুটিয়ে নেবো গায়ের চামড়া।
- অনুগ্রহ করে একটু থামেন,
আপনি রাস্তায় নামেন।
- এসব আপনি কী বলছেন!
আসলে কারবারডা দেখছেন!
- কী বলেন, পাগলের বাহাস,
হয়নি, আসলে চলিতেছে সার্কাস।
- কথাখান বলেছেন সাচ্চা,
এমনই যে চলছে আপনাদের কাহিনী কেচ্ছা।
রচনাকাল - ০৫/০৫/২০২০ইং, ঢাকা।