জীবন থেমে গেছে অস্থির এক সময়ের কাছে,
হতাশায় স্বপ্নেরা মলিন নিষ্প্রাণ!
ভীষণ ক্লান্তি জমেছে একঘেয়ে চলার পথে,
একটু সূর্যের আলো এনে বুলিয়ে দিন,
বাতাসে বাজিয়ে দিন প্রেরণার ধ্বনি,
থেমে থাকা জীবন নতুন উদ্দীপনায় চলতে থাকুক,
নতুন সুরে, নতুন রঙ মেখে।
থেমে থাকতে চাই না, নতুন ছন্দে জেগে উঠতে চাই,
একটু একটু ভালবাসার পরম যতনে,
বলি – জীবন চলে না, একটু ধাক্কা দিন।

বেঁচে থাকা শিখতে চাই চলতে চলতে,
হারিয়ে ফেলা সুর ছন্দে চিৎকার করে গেয়ে উঠতে চাই,
সহস্র প্রাণ সাথে নিয়ে।
উড়ে যাবে সকল ক্লান্তি, বিষন্নতা,
সচল হবে জ্যাম হয়ে যাওয়া জীবনের চাকা,
আবার প্রাণ ভরে বাঁচার স্পন্দন,
স্রেফ একটু ধাক্কার প্রয়োজন।
তাইতো হাপিয়ে উঠা জীবনের বারবার আকুতি,
জীবন চলে না, একটু ধাক্কা দিন।
সচলতা ফিরে পেলে শোধ করে দিবো নাহয় আপনার এই ঋণ!