ওপারেতে পুষি বিড়াল,
এপারেতে ইঁদুর,
কাকতালীয় এই ঘটনা,
বিরহ বেদনা বিধুর।
বিড়ালেতে ইঁদুর শিকার,
নাকি বিড়াল ফাঁদে,
ইঁদুর বিড়াল লুকোচুরি,
চুপিতে জোড় বাধে।
ইঁদুর বিড়াল মুখোমুখি,
আবেগেতে পুড়ে,
বাস্তবতায় এই দুটিতে,
থাকে অনেক দূরে।
মিয়াঁউ বলে বিড়াল ডাকে,
ইঁদুরে চিকচিক,
একে অপর বুঝে গেলেই,
বিজলিবাতি ঝিকমিক!
- ০৪/০৩/২০১৭ইং, ঢাকা।