তপ্ততায় কেটে যাবে দুর্যোগ,
এমন দুর্নিবার বাসনা জেগে উঠে মনে।
জানি ভুল,
তবু্ও ভাবতে থাকি।
মৃদু হাওয়ায় দোল খাবে তরুছায়া,
প্রাণ ফিরে পাবে আমাদের দুনিয়া।
নতুন কোনো স্পর্শে ভুলে যাবো,
অগ্নি আপদের ক্লান্তি।
এক আকাশ স্বপ্ন নিয়ে,
তাবৎ কষ্ট ভুলে দিবো প্রশান্তির সুখ বিলিয়ে।
আসুক সেই তপ্ত রোদ,
কোন এক দুপুরে কেটে যাবে এই দুর্যোগ।
রচনাকাল - ২১/০৪/২০২০ইং, ঢাকা।