ওরে ও দয়াল,
দম দিয়া, দম কাইড়া লও,
তবুও তুমিই মহান হও,
সেই মহানেই সকল ভক্তি,
তোমরা আমায় যে যা কও।
দম কাইড়া লও।।
মনের ভিতর খায়েশ দিলা,
ইচ্ছে দিলা প্রাণে,
মন মারিয়া প্রাণ কাড়িয়া,
প্রেমাঞ্জলি তুমিই লও,
নিদানকালে আপনজনা তুমিই হও,
দম কাইড়া লও।।
জীবন জনম সবই তোমার
আমি শুধুই বহি এ ভার
কেবা আমি, কেবা আমার,
মিছেই সকল দুনিয়াদার।
বাবাশেকের ভাবনা জুড়ে,
মনে প্রাণে তুমিই যে রও।
দম কাইড়া লও।।