দেহখানি মইরা গেলে,
রাইখা আসো মাটির তলে।।
দয়াল আমার মন মইরাছে, মন!
মরা মনে পোক ধইরাছে,
হয়নারে দাফন, দয়াল হয়নারে দাফন।।
আপনজনের মায়া ভুলে,
থাকতে হবে মাটির তলে।।
বুকে বান্ধরে পাষাণ, দয়াল বান্ধিবো পাষাণ,
পাষাণী মন কবর দিবো,
লাগবেনা কাফন, হায় হায়, লাগবেনা কাফন।।
সাধু জনম বাইছা নিলে,
বাবাশেকে এমন বলে -
দয়াল হইবেরে আপন, তোমার হইবেরে আপন!
ত্বরাই আসো সত্য পথে,
ভবে থাকবা কতক্ষণ, ভাবো থাকবা কতক্ষণ।।