দাম বেড়েছে শাক সবজির,
আলু, পটল, উচ্ছে।
চাষী ব্যাটার দাম কমেছে,
আছেন তিনি তুচ্ছে।
দাম বেড়েছে তড়িৎ পানির,
নুন, তেল, গ্যাসে।
কারণ ছাড়াই দাম বেড়েছে,
সোনার বঙ্গ দেশে।
দাম বেড়েছে সব কিছুরই,
আম জনতা বাদে।
দিন রাত্রি কষ্টে ভোগে,
ওরাই শুধু কাঁদে।