যা বলছি সব সত্যি,
মিথ্যে নেই এক রত্তি।
বোকারাম দানব দত্যি,
মিথ্যে খেলা করে নিত্যি।
বোকারামের সব কাজ,
লোক দেখানো মিথ্যে সাজ।
কাল পরশু আজ,
বোকারামের নেইকো লাজ।
বোকারাম মিচকে শয়তান,
আড়চোখে নীরব তাকান।
না বুঝার করেন ভান,
মাথা টেনে ধরেন কান।
বোকারাম হতে সাবধান,
সুযোগ বুঝে পল্টি খান।
নিজের মান নিজে বাঁচান,
দোহাই দিলাম মাথা খান।