ইচ্ছে হচ্ছে ক্ষমা চাই!
অযথাই!
বিনয়ী বোকা ভদ্রলোকের,
এই অবস্থাই।
ভুল না করেও ক্ষমা চাই!
হুদাই!
এরা নির্যাতিত আজকের,
দুনিয়াই!
শালা সব বুঝেও নিশ্চুপ,
ভোদাই!
অতি চালাকের ঝাড়ি খেয়েও,
সালাম জানাই।
ভালোবাসি, ভালোবাসাই।
হুম , তাই!
- ১৭/০৯/২০১৫ইং, ঢাকা।