সাড়ে সাত কোটি থেকে আজ সতেরো কোটি!
মানুষ হইনি, রয়েছি সেই বাঙ্গালীই!
পাছায় ছালা বাইন্ধা সব সয়ে যাওয়া এক জাতি আমরা,
অবশেষে ছালা ছিঁড়ে পাছার ছালটুকুও হারিয়ে রক্তাক্ত!
তবুও হুজুগে বাঙ্গালী!
বোকার হদ্দরা কিছু তো বুঝুক!
কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় যাবো?
স্বেচ্ছায় প্রাণটা দিয়ে দিতে ইচ্ছে করে!
তবুও এই বিলাসী প্রাণটার বিনিময়ে তবুও যদি -
সতেরো কোটি মন-প্রাণ বেঁচে যায়।
- ২৯/০৩/২০১৬ইং, ঢাকা।