মেয়ে তুমি মধ্যবিত্ত ভালোবাসায় রাজী আছো?
যেখানে একসাথে ১০০ গ্রাম চ্যাঁপা শুটকি ভর্তা হবে,
ধোঁয়া উঠা গরম ভাতে মাখিয়ে দু'জনে এক প্লেটে খাবো,
একটু বেশী ঝাল দিয়ে,
একটা কাঁচা মরিচে কামড় বিনিময়ে!
মেয়ে তুমি সংসারী হবে?
স্রেফ আমার জন্য,
আমি তোমার প্রেমেই হতে চাই ধন্য,
আর তুমি হবে আমার অন্যান্য,
স্বপ্ন থাকবে আকাশ ছোঁয়া, শুধু পকেটটাই শূন্য!