কার আগে কে খাবে!
খেয়েদেয়ে চলে যাবে।
এই ভেবে আগে খাই,
এখন সময়টা খাইখাই।

এসব তুমি করোনা,
করাটাও ভালো না।
চাও খোদার কাছে ক্ষমা,
উনি ধরলে ছাড়ে না।

রচনাকাল - ০৮/০৪/২০২০ইং, ঢাকা।