আমাদের গ্রামখানি ডাকাতিয়া নাম,
চারদিকে সবুজের লীলাভূমি দেখতে মনোরম।
সোনার ফসল গাঁয়ের মাঠে বাতাস বয়ে যায়,
কঁচি ধানের কঁচি ডগা সুখেতে দোল খায়।
এই গাঁয়েতে থাকে আমার মা, বাবা, বোন-ভাই,
স্মৃতির টানে বারে বারে এই গাঁয়েতেই ফিরে যাই।
কান্না হাসি সুখের স্মৃতি আমার ডাকাতিয়া,
মায়ের মত গ্রামখানি কেমনে থাকি ভুলিয়া!
দূরে থাকি শরীরটা নিয়ে ডাকাতিয়া ছেড়ে,
মনটা আমার পড়ে থাকে ডাকাতিয়ার তরে।
বোনের আদর, মায়ের মায়ার ডাকাতিয়া নাম,
দূরে থেকেও ভালবাসার ডাকাতিয়া তোমাকে সালাম।
রচনাকাল - ০৬/০৩/২০০২ ইং, ঢাকা।