বলবেন না কেউ আবরার আমরা সরি,
মরার আগে আবরার এসব কথা শুনে গেছে ভুরি ভুরি!
বলবেন কেউ আবরার আমরা লজ্জিত,
চিৎকার করে লজ্জা পাবে এমনভাবেই খুন হওয়া বিশ্বজিতও!
চাইবেন কেউ আবরারের কাছে ক্ষমা,
এসব কথা তোলা থাকুক চামচাদের ঘরে জমা!
আবরার হত্যার বিচার চাই,
কাল অথবা পরশু দেখবেন আপনি হয়তো নিজেই নাই!
তাই আসুন আগেভাগেই চিল্লাই,
আমরা আমাদের বিচার চাই!
এমন অন্যায় কতোই হলো,
ন্যায় বিচার তাদেরকেও এনে দিতে পারি নাই!
চুপ শালা বেশী বলছিস,
একবার তোরে হাতের কাছে পাই,
মিটাই দিমু বিচার চাওয়ার শখটাই!
মাফ করা যায়না ভাই!
মহা ধর্ম তো ক্ষমাই!
- ০৮/১০/২০১৯ইং, ঢাকা।