জানিস খুব একা লাগছে আজ তোকে ছাড়া,
সারাদিন ভেবে গেছি কখন কথা হবে,
একটু গল্প করবো দুজনে, এই অলস সময় দ্রুত বি দেয় হবে,
জানিস তো আমার এক এক সেকেন্ড অনন্তকাল তোকে ছাড়া।

আমি আমার কাজের মাঝেও অগণিত বার মোবাইল দেখেছি,
তাকিয়ে থেকেছি মোবাইল এর দিকে,
এই বুঝি তুই উত্তর দিবি, হয়তো বলবি কিরে আমায় ছাড়া কি তুই একটু
ও থাকতে পারিস না, কিভাবে এত সময় দেব তোকে।

জানি  খুব ব্যস্ত তুই, তোর স্কুল, পরিবার সব নিয়ে, সব কিছুর গোলকধাঁধায় তুই ও আটকে, পালাবার পথ নেই,
কিন্তু আমার মন মানতে চায় না সেটা, ভাবে আমি ছাড়া তোর আর হয়তো কিছুই নেই।

জানিস সব সময় আমি ভাবি তুই আমি যদি একবার সুযোগ পেতাম এক সাথে থাকার,
উজার করে দিতাম নিজেকে, কোনো অপূর্ন্তা রাখতাম না তোর ভালবাসার।

কত ভালো হত বল,  কোন অভিযোগ করার জায়গা ই দিতাম না তোকে,
তুই রাগলে আদর করে ভুলিয়ে,  মানিয়ে নিতাম বাচ্চাদের মত,
তুই কান্না করলে আগলে রাখতাম বুকের মাঝে তোকে।

হয়তো স্বপ্ন এ এগুলো আমার, এও জানি স্বপ্ন সত্যি হয় না,
তুই আমি দূরে আছি,  দূরে ই থাকবো সারা জীবন, কিন্তু কি করবো বল মন যে কিছুতেই মানতে চায় না।