বর্বর এই পৃথিবীতে এক নবজাতীকার জন্ম হল,
নবজাতীকা না বলে অবহেলিতা বলাই ভাল।
জানি বাবা মায়ের কাছে পুত্র, কন্যা কোন ভেদ নেই,
কিন্তু এই পুরুষতান্ত্রিক পৃথিবী?
এই পৃথিবীর কাছে তোর কোন মুল্য ও নেই।
জীবনের প্রতি পদে পদে তুই হোঁচট খাবি,
যতই এগোতে চাস, জানি ঠিক পিছিয়ে যাবি।
আমরা এগতে দেব না তোদের,
ঠিক বন্দী কোরে রাখবো ঘরের কোনে।
শিখল পরিয়ে দেব,
নিস্তব্ধ কোরে দেব সমস্ত অার্তনাদ তোদের।
তোদের জন্য কোনো জায়গা নেই আমাদের মনে,
শতাব্দীর প্রাচীন লগ্ন থেকে তোরা তো শধু ভোগের জন্য জন্মেছিস,
লালুপ পুরুষের কামুকতা চরিতার্থ করতেই জন্মেছিস।
সবসময় লালসাময় চোখ তোকে ভস্ম করে দিতে চাইবে,
রাস্তায় একা পেয়ে পুরুষরুপি হায়নারা তোকে ছিন্ন ভিন্ন করে খেতে চাইবে।
তোদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই আমাদের কাছে,
তোদের সমস্ত সখ আহ্লাদ মূল্যহীন আমাদের কাছে।
আমরা ভুলে যাই কি নিদারুন কস্ট সহ্য করে আমাদের গর্ভজঠরে ধারন করেছিস,
নিজের লালনাময়ী রুপ দিয়ে কিভাবে আমাদের বড় করে তুলেছিস,
নিজে অভুক্ত থেকে আমাদের পেটে অন্ন তুলে দিয়েছিস,
আমাদের দিকে চেয়ে সমস্ত সুখ বিসর্জন দিয়েছিস।
এত কিছুর পরও তোরা আজ এ সমাজে অবহহেলিত,
প্রতি মুহুর্তে তোরা লাঞ্চিত, নির্জাতিত।
আমরা কি পারি না, সমাজে তোদের অবদান স্বীকার করে নিতে?
আমরা কি পারি না তোদের সন্মান ফিরিয়ে দিতে??
আসলে এ পুরুষালি সমাজ ভয় পায়,
তোদের কাছে হারার ভয়,
তোদের থেকে পিছিয়ে পরার ভয়।।।
জানি না কবে পুরুষ নারীর ভেদাভেদ বিলিন হবে,
কবে পুরুষ সব ভুলে নারীকে মাতৃরুপে বরন করে নেবে??
কন্যা সন্তান আর অবহেলিত হবে না,
বঁচার জন্য পুরুষের উপর নির্ভরশীল হবে না...