চলিতে চলিতে একদিন ফুরাবে চলার পথ ,
মাটির মানুষ মাটিতেই রবে ছাড়িয়া মনোরথ ।
মাটির সাথে মিশে রবে মাটির তৈরী দেহ ,
ছাড়িতে হবে একদিন ছোট বড় সব গৃহ ।
বড় দালান দামি গাড়ি সবই রবে পড়ে ,
সবুজ বৃক্ষের পাতার মতোই একদিন যাবে ঝরে আজই কতই রঙ্গের জামা জড়িয়েছ সর্বদা , একদিন দেহে জড়াবে রঙটি যাহার হবে সাদা । ভুবনের মাঝ হতে ঘটবে যেদিন মহাপ্রস্তান , কবর হবে সেদিন
তোমার শেষ স্থান ।