আঁখি মেলে দেখি রজনীতে আকাশটা নীলে ভরা ,
রোজ নিশিথে তার মাঝে উঠছে জ্বলে লক্ষ তারা । লক্ষ তারার ভীড়ের মাঝে একটি শশী ছড়ায় আলো , এ দৃশ্য দেখিতে মোর
রোজ নিশিতে লাগে ভালো। যায় যে কেটে রাতটি মোর
দেখিতে তারার মেলা , জোসনা রাতের রূপযে এক অপরূপ প্রকৃতির খেলা । ভোরের আকাশে যায় মিলিয়ে রাতের তারার মেলা
রোজ নিশিথে তবুও যে বয়েই চলে প্রকৃতির খেলা।