আমি নই কোনো কবি যে -
তোমায় নিয়ে লিখবো কবিতা,
তবু ভালো লাগে মোর
কত যে ছন্দে লিখতে শত কথা।
ভালো লাগে মোর যখন
ঈষৎ উল্লাসে ঐ কোমল অধর মাঝে,
অকস্মাৎ সুবর্ণ হাঁসি-
এই হৃদয় ধরাতলে রিক্ততা পূর্ণ করে।
ভালো লাগে মোর
ঐ শিশির ভেজা প্রভাত,
যেথায় তৃণের উপরের শিশিরবিন্দু-
তোমার প্রতিটি স্পর্শে ফোটায় ফোটায় ঝরে।
ভালো লাগে মোর ঐ গোধূলি বেলা,
যখন ঐ ঘন কালো কেশে
দোলা দিয়ে যায় -
ঋতুরাজ বসন্তের শান্ত হাওয়া।
ভালো লাগে মোর যখন,
অশ্রান্ত মনে অবেলা অপলক দৃষ্টিতে
মনোহরিতা অন্বেষার অভিপ্রায় -
কবিতায় ছন্দের সঞ্চরন, এটাই বুঝি পাওয়া।
ভালো লাগে মোর গল্প,
ভালো লাগে যে কবিতা,
প্রতিটা সুরে প্রতিটা ছন্দে যেথায়-
মিশে রয় এক অপরূপ আত্মা।
সুশ্রী তনুতে গড়া শোভাময় সেই সৃষ্টি
শুভ্র অঙ্গে নম্র চিত্তে এসেছে সেথায়
যেখানে রয়েছে হৃদয় -
যেখানে বর্ণবৃত্তে লেখা "তুমিই যে আমার কবিতা"।