সত্য ! কি কঠিন সত্য !
হৃদয়ে জেগে ওঠাও কত ভয় !
তোমাকে আকড়ে ধরলে যে আজ
মৃত্যু পথের যাত্রী হতে হয়।
তোমাকে আকড়ে ধরলে যে
লাখো মায়ের বুকে কান্না নেমে আসে,
তোমাকে প্রতিষ্ঠিত করতে কতক
বাবা হারানোর কান্নায় ভাসে ।
সত্য ! উপেক্ষিত সত্য !
মিথ্যার দাপটে কেন -
চাপা পড়ে হাজারো বোনের চিৎকার ?
ধর্ষক হয়ে স্বাধীন ঘুরে বেড়ায়
ধর্ষিতার জীবনে কেন অন্ধকার ?
কেন সত্যের পথে থাকা প্রাণগুলো
অকালেই ঝরে যায় অবিচারে ?
কেন আজ নিখোঁজ হতে হয়
সত্যকে ভালোবেসে , সত্যের প্রচারে ?
স্বামীর সন্ধানে কেন আজ বোনেরা
আইনের দ্বারে অসহায় হয়ে রই ?
স্বাধীন দেশের নাগরিক হয়ে কেন
প্রবাস জীবন আপন করতে হয় ?........
মিথ্যা ! সে তো মন্ত্রীর মুকুট
ভরে আছে সমাজের ঐ উঁচু আসন ,
ন্যায় কে তারা আবদ্ধ রেখে
অন্যায়ের পক্ষে দেয় মস্ত বড় ভাষণ ।
সততার পাখিগুলো ক্রোমে জেলে রেখে
বিশ্বমঞ্চে আবার মানবতার গান গায় ,
ওরে মনুষ্যত্ব এবার জেগে ওঠ -
ওরা সত্যকে মুছে দিতে চাই ।