ভুবন ছেড়ে
আপন নীড়ে
যেতে হবে একদিন,
নিবে বিদায়
যাবে সেথায়
রবে যেথা চিরদিন ।
এই ভুবন
নয় আপন
থাকবো না চিরকাল,
উপচিকীর্ষতার স্মৃতি
হবে ভাবমূর্তি
রবে ধারায় চিরকাল ।
লেখ পান্ডুলিপি
হয়ে জ্ঞানপাপী
দেখবে না কেহ তাহা,
শ্রেয় জীবনে
রাখবে স্মরনে
মুক্তির  পথ যাহা ।
উগ্র জীবন
করছো যাপন
যাচ্ছো বিকল পথে,
কলুষ জীবন
করছো আপন
চড়ছো কলঙ্কের রথে ।
হাশরের সেদিন
যদি হয় পুণ্যহীন
পরিনতি কি হবে ?
পুলসিরাতের পথ
থাকবে না রথ
কিভাবে পাড়ি দিবে ?