দেখিলে মায়ের মুখ
আহা খুজে পায় সুখ
ভুলে যায় যত দুঃখ
                  আছে জমা হৃদয়ে ।
মায়ের মত আপন
খুজে বিশ্ব ভুবন
মিলাবে কে কোথায়
                  শত জয়-পরাজয়ে ।
মাকে করবে কে পর
কোন সে স্বার্থপর
নির্দয় তার নজর
                    দুর্বোধ্য তার প্রাণ ।
মাকে রেখে দূরে
কিভাবে থাকবে নীড়ে
স্বজনদের হাজারো ভীড়ে
                    মা-ই তো আপন ।