চলো ঘুরে আসি বিষাক্ত অট্টালিকা থেকে
যেখানে দেখব আমরা উচ্ছ্বাসিত উন্মাদের অট্টহাসি।
যেন হাজার মিথ্যার মাঝে একটি সত্যকে দেখিয়ে
দূরে পালিয়ে যায় সে উন্মাদ মিথ্যাবাদী।
চলো দেখে আসি রক্তাক্ত মরীচিকা
দম ফাটা শ্বাস যেখানে নিয়েছে পাপী,
উন্মাদের সে বাচ্যে পুণ্যবান
হারিয়েছে নিজ অস্তিত্বের ছবি।
চলো ছুঁয়ে আসি নীল আকাশের সীমা
যেখানো কালিমা ভরাট করেছে আলো,
বিভ্রান্তি যেথা করেছে মস্তক গ্রাস
আর উন্মাদের মুখোশ এনেছে দুশ্চিন্তার ছাপ।
চলো মেপে আসি উন্মাদের পদরেখা
আর দেখি তার পদচারণের ভুল।
উন্মাদ যেন হাজার কবির রুপ,
আর লাখো কাব্যের জমানো নিষ্পাপ ফুল।