মাসের পরে মাস চলে যায়, বছরের পর বছর।
নতুন দিনের সূর্যের আলো নিয়ে পালায় চোর।
এক নরকের কীট সর্গের পানে ছুটে চলে রোজ।
স্বপ্ন সামনে দাঁড়িয়ে থেকেও দেয় না তার খোঁজ।
আমি শুনিনি তোমার গানের কলি, পড়িনি কোন কবিতা;
শুধু দেখেছি তোমার স্বপ্নের মাঝে আমায় আঁকা ছবিটা।
হঠাৎ করে হয়েছে আমার অজানা এক বিষের আকর্ষণ।
চোখের জলের প্যাকেজগুলো করছে খুশিতে রাত্রিযাপন।
ইচ্ছেরা তাই ভবঘুরে হয়ে খুঁজতে থাকে জীবনের পথ
দুঃসহ স্মৃতি স্তূপ গড়ে দৃষ্টিকে আজ করেছে অসৎ
আকাশ দেখার স্বপ্নটা তাই দুঃস্বপ্ন হয়ে গেছে।
স্বপ্ন আর এক দুঃস্বপ্নের পার্থক্য মুছে গেছে।
আমি শুনিনি তোমার গানের কলি, পড়িনি কোন কবিতা;
শুধু দেখেছি তোমার স্বপ্নের মাঝে আমায় আঁকা ছবিটা।
দুঃসাহসেরা ভীত হয়ে আজ করছে যেন আত্মসমর্পণ।
চোখের জ্যোতি ঝলসে দিতে অগ্নিরাশিরা উদ্যত সারাক্ষণ।
বেহিসাবি মন দিশেহারা হয়ে করছে নতুন বিলাসিতার খোঁজ
কুরুক্ষেত্রে কর্ণের ন্যায় ইন্দ্রকে দিয়ে রক্ষাকবচ
পথে প্রান্তরে খুঁজতে থাকে প্রাণ আজ সুরক্ষা।
হ্যামিলনের বংশীবাদক দেবে কি প্রাণ তাকে ভিক্ষা?
আমি শুনিনি তোমার গানের কলি, পড়িনি কোন কবিতা;
শুধু দেখেছি তোমার স্বপ্নের মাঝে আমায় আঁকা ছবিটা।
চুরি যাওয়া ঐ সূর্যের আলো বুঝিয়ে দিলো নেমেছে সন্ধ্যা।
ঝাপসা চাঁদের আলো আমার চোখে এনে দেবে তন্দ্রা।
দেখবো না আর পৃথিবীর বুকে জেগে ওঠা লাখো জঞ্জাল
দেবো না আর প্রদীপে আলো নেমে আসুক যতই রাত্রিকাল
এ হৃদকোটরে জেগে আছে আমার জীবন প্রদীপ।
নিভে যাওয়ার সংশয়ে দিশা হারিয়েছে চারিদিক।
ঐ ক্ষুদ্র প্রদীপে তীব্র ঝড়েও অগ্নিশিখা জ্বলছে;
আজ সে আলোতেই কাব্য পত্রে আমার কলম চলছে।
আমি শুনিনি তোমার গানের কলি, পড়িনি কোন কবিতা;
শুধু দেখেছি তোমার স্বপ্নের মাঝে আমায় আঁকা ছবিটা।