স্বর্গীয় আলোকের সন্ধানে ছুটে এসেছি নরকের পানে,
যেন বিধাতার হুকুমাত উচ্ছাসিত সমীরে আর্তনাদ হানে,
হৃদয়ে পঙ্গুত্বের অভিশাপ, সে কি সমরের কিছু জানে?
সূর্যের জ্যোতি কেড়ে নিতে চায়, তার সাধ্য কী সেখানে?
হৃদয় সমরে যেন অকষ্মাৎ প্রভঞ্জনের হানা,
রৌদ্র ধারণে বিজলি করেছে সৌরকে আজ মানা,
ঝঞ্ঝার প্রেমে কলুষ হস্ত ঝঞ্ঝায় গেল ভাঙ্গা,
লহু সঞ্চারী বক্ষ হলো লহুর রঙেই রাঙা।
কাব্যের ত্রাসে সঞ্চারিত স্রোতস্বিনীর ক্রোধ,
লোক দেখানো ছলনা যেন নিয়মতন্ত্রের বোধ,
মোহনার খোঁজে ক্লান্ত তটিনী নেবে আজ প্রতিশোধ,
করবে কে আজ ঈর্ষা জাগানো মস্তিষ্ককে রোধ?
কন্টক সাজের অভিবাদন এক প্রেমের সমাপ্তি,
পাষাণ হৃদিতে স্নেহের পিয়াস পিশাচের প্রাপ্তি,
যেন নরকের পানে ছুটন্ত কীটের নেই কোন রক্ষী,
আর্তনাদের স্বরে গগন আজ দিল তার সাক্ষী।