নারী,
যেদিন প্রথম আমার ঠোঁট
তোমার বক্ষদেশের অমৃতসুধা পান করলো,
সেদিন থেকে তুমি আমার মাতা,
সেদিন থেকে তুমিই আমার দেশ।
তুমি স্নেহময়ী, তুমিই স্বেচ্ছাচারী।
আমি তোমার সেই গোলাম
যে কোনদিন আজাদ হতে চায়নি।
তবুও আমাকে আজাদ হতে হয়
তোমার বক্ষ থেকে,
তোমার আঁচল থেকে,
তোমার স্নেহ থেকে,
তোমার শাসন থেকে।
শুধু তোমার মায়া, সে আমাকে
কখনোই আজাদ হতে দেয় না।
নারী,
যেদিন প্রথম আমার চোখের জল
গড়িয়ে না পড়ে তোমার হাতে স্থান পেলো,
সেদিন থেকে তুমি আমার ভগিনী,
সেদিন থেকে তুমিই আমার সর্গ।
তোমার হস্তে নির্মিত হয়
আমার আনন্দলোকের বাণী।
আমার সুখ-দুঃখ, আশা-হতাশা
কিংবা দুঃস্বপ্নের প্রতিটি শব্দ শুনতে
কেবল তুমিই এক জাগ্রত প্রাণ।
তোমার ডান হস্তের আদর,
কিংবা বাম হস্তের উত্তাপ,
সবই যেন ধরণীর শ্রেষ্ঠ আশীর্বাদ;
যার শক্তি
কোন অভিশাপে ক্ষুণ্ণ হবার নয়।
নারী,
যেদিন প্রথম আমার প্রতিটি ভুল
তোমার স্পর্শে গোলাপের বাগান বানিয়ে দিলো,
সেদিন থেকে তুমি আমার প্রেয়সী,
সেদিন থেকে তুমিই আমার প্রাণ।
তোমার অবয়ব আমার শরীরে মিশে যায়
পোশাকের মতো। ইশ...
তোমার স্তনে জড়ো হয় মহাকালের প্রেম,
তোমার যোনিতে আশ্রয় করে বিধ্বংসী ভবিষ্যৎ।
এরপর আমার অন্তরে
আর কোন কলুষ স্পর্শ করে না।
তুমি প্রেমদায়িনী, জীবনরক্ষী তুমি;
তুমি শীতের ভোর রাতে এক স্বপ্নহীনের মাঝে
হঠাৎ জেগে ওঠা এক অন্তহীন স্বপ্ন।
তোমাকে আমি চিরকাল ভালোবাসি।
নারী,
যেদিন প্রথম তোমার এক মধুর হাসি
আমার সকল ব্যস্ততা, দুশ্চিন্তা, হতাশা ভুলিয়ে দিলো,
সেদিন থেকে তুমি আমার কণ্যা,
সেদিন থেকে তুমিই আমার সম্পদ।
আমার প্রতিটি হৃদস্পন্দন
অপেক্ষায় থাকে, কখন শুনবে
তোমার একটি ডাক।
সে ডাকে মুক্তো ঝরে,
সে ডাকে আমার কাঁধ বারবার নত হয়ে পড়ে
একটি করে নতুন বোঝা তুলে নিতে।
তুমি আমার বোঝা নও, তুমি আমার অন্তিম বুঝ,
তুমি আমায় সদা চিনিয়ে দাও আমার আদি রূপ,
আমি ভয় পাই প্রতিবিম্বের সামনে দাঁড়াতে,
তুমি আমার জীবনভর অস্তিত্বের প্রতিবিম্ব।
নারী,
তুমি আমার জীবন, তুমি আমার মৃত্যু,
তুমি আমার সকল আশা-হতাশার অস্তিত্ব;
কখনো স্বপ্ন, কখনো দায়,
কখনো মিথ্যার জালে আবদ্ধ এক চিরসত্য।
তুমি আছো শ্রদ্ধায়, স্নেহে, প্রেমে ও কামনায়।
কখনো হয়েছ ঘৃণিত,
সে ঘৃণা ভুলে তোমাতেই ফিরেছি বারংবার,
আর তোমাতেই ফিরবো, তোমাকেই চাইবো
যতদিন না তোমার নেশা আমার মৃত্যুর কারন হবে।
আমার জীবন তোমারই জন্য,
আমার মৃত্যুতে থাকবে তোমারই দায়।
নারী,
তোমার স্মরণে রচিত হবে
আমার মৃত্যু পরবর্তী প্রতিটি মহাকাব্য।