শুনছি রোজ এক নতুন মিথ্যে
বুঝছি তাই আজ শত মিথ্যে
ভাবছি আমি হাজার মিথ্যে
তাই বলছি তোমায় শুধু মিথ্যে।
বাস করি যেন মিথ্যের রাজপ্রাসাদে
পড়ি যেন মিথ্যের সাথে কত ফ্যাসাদে
তবু মিথ্যেগুলো বুঝতে দেয় না আমায়
মিথ্যের মত পেয়েছি কাছে তোমায়।
তবু মিথ্যের সাথে রয়েছি আমি
মিথ্যের হাতে ধরা দিলে তুমি
মিথ্যে যেন শেখাল তোমায় জীবনের বড় আশা
মিথ্যের সাথে পতিত হলো আমার প্রাণের ভাষা।
মিথ্যেগুলো জমতে থাকুক রোজ নতুন করে
কাটতে থাকুক মিথ্যে জীবন মিথ্যের হাত ধরে,
একদিন জমা মিথ্যেগুলোই আগ্নেয়গিরি হবে
আগুনের সে উত্তাপে সব মিথ্যে ঝলসে যাবে।