আজ ঝরছে পাতা কত বৃক্ষের
সাথে ঝরে পাতা কত স্বপ্নের,
ঝরছে অবিরত ধারায় কত চোখের জল!
তাদের নিয়ে বলছে কথা ঝরাপাতার দল।
স্বপ্ন দেখে কত রকম
সত্যিগুলো মিথ্যে চরম
মিথ্যে আশার প্রলোভন এক মরীচিকার জল,
জন্ম তাদের ভুল হয়েছে,
মৃত্যু খেলার ছল।
তাদের নিয়ে বলছে কথা ঝরাপাতার দল।
দেখছে তারা সূর্যটাকে
ঝলসানো চোখ একদৃষ্টি রাখে,
হৃদয়টাকেও ঝলসে দিলো সূর্যেরই উত্তাপ,
আলোক বুঝি মুছে দেবে অন্ধকারের পাপ।
পাপের বোঝা বইতে কুঁজো পিঠ হলো নিষ্ফল,
তাদের নিয়ে বলছে কথা ঝরাপাতার দল।