এসেছি আজ আমি হয়ে নব কবি
বিধির বক্ষে রেখে মোর ছবি
এঁকেছিনু যাহা বুক চিরে তার
যেথা স্বপ্ন খুঁজতে শুধু হাহাকার।
হাহাকার কেন আসে শুধু ফিরে?
স্বপ্ন দেখায় সে কি মানা করে?
স্বপ্নের মাঝে ভয় যেন আসে
কেহ নাহি রহে তার কোন পাশে
মরণের ছলে করছে সে খেলা
যেন হারানো নেশায় করছে হেলা।
হেলা আছে যার, জ্বালা কেন তার?
স্বপ্ন করছে কেন হাহাকার?
তবু সে পড়েছে যোদ্ধার বেশ
যে যুদ্ধের নেই কোন শেষ,
তবু সে ফিরতে চায় না পিছু
তার হাতে নেই দেয়ার কিছু;
সে আগুনের দহে হলো ছাড়খার,
আজ বিধির বক্ষে এনে হাহাকার।