হাঁটছিলাম রাস্তায়,
দেখলাম এক নিষ্ঠুর মানব,আরেকজন অসহায়।
পাঁচ টাকা বেশি চেয়েছে বলে,
মারল সে কি এক চড়!
চড় খেয়ে বুক যেন তার,
করল ধড়ফড়।
লাগল বুকে ব্যথা;পাঁচ টাকা চাওয়ার অপরাধে,
কি কারো মার খাওয়ার কথা?
মানবতা কোথায় গেল!
তোমরা তো কথায় কথায় মানবতার কথা বল।
২০-৩০ টিপস দিতে পারো,
খেতে গেলে রেস্তোরায়।
অসহায় কে পাঁচ টাকা দিলে বাজে কে মানবতায়?
এতই যখন অহংকার তোমার,
চড়ো কেন রিকশায়?
সম্মানের ভয়ে ৩০০ টাকার জামা
ক্রয় করো ৫০০ তে,
তাহলে গরিবকে ৫ টাকা দিতে,
অন্তরে কেন বাধে?
লোক দেখানো দান করে,
হবে কি কোনো লাভ?
সৃষ্টিকর্তাও হবেন না খুশি,
বরঞ্চ হবে পাপ।
পাশাপাশি লেগে যেতেও পারে,
অসহায়ের অভিশাপ।
চিৎকার করে ধিক্কার জানাই
ওইসব মানুষকে,
মনেতে যাদের শুধু অহংকার ভরা,
আর মানবতা মুখে।
চল না ভাই আজ থেকে মোরা করি দৃঢ় পণ,
অসহায়কে সাহায্য করব,সারাটি জীবন।