যখন আমি ছোট ছিলাম,
ভাবতাম,বড় হব কবে!
যাকে খুশি করব শাসন,
যখন তখন দেবো ভাষণ,
যখন ইচ্ছে খেলতে যাবো,
যা মনে চায় তাই খাবো,
কে আমায় ঠেকাবে?
কাজ করব আর টাকা পাবো,
যেথায় খুশি ঘুরতে যাবো,
এভাবেই তো দিন কাটাবো,
কে আমায় বাধা দেবে?
কিন্তু হায়!যখন বড় হলাম,
বুঝলাম,অবাস্তব ছিল সেই ভাবনা;
যেই ভাবনা কখনো পূরণ হবার না।
দায়িত্ব কর্তব্যের ভিড়ে,
ভাবনাগুলো গেল হেরে।
তবুও অবাস্তব সেই ভাবনার দিনগুলো,
আমি পেতে চাই ফিরে।
সেই দিন গুলোতে কোনো দুঃখ ছিলনা,
ছিলনা কোনো হতাশা।
শুধু ছিল নতুন স্বপ্ন,
আর নতুন নতুন আশা।
করত না কেউ ঘৃণা,
সবাই দিত ভালবাসা।
সময় যন্ত্র থাকলে সত্যি
সেই দিনে ফিরে যেতাম।
কিছু পাই বা না পাই,
অন্তত ভালবাসা তো পেতাম।
কি লাভ আর ভেবে!
পাবো না তো ফিরে,সেই দিন পুনরায়।
তবুও আমার মন বারবার,
তা ফিরে পেতে চায়।
বাস্তবতার কাছে আমরা,
সবাই-ই অসহায়।