গণতন্ত্র নাই ভোটাধিকার নাই
বাপের কোটায় দেশ চালাও,
ন্যায় অন্যায় বুঝো না ভাই
ক্ষমতা তোমার চাই ই চাই?
মারা গেলো কেন আমার ভাই
সরকারের কাছে জবাব চাই।
অস্ত্র ছাড়া মাঠে নাম
ভুলে যাবি বাপের নাম।
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি তার উপর প্রশ্ন ফাঁস
তুমি আমি কোটা ধারী বাকিদের সর্বনাশ।
সুশাসন নাই অধিকার নাই
মাফিয়া মুক্ত বাংলাদেশ চাই,
গর্জে উঠো বীর বাঙালী
স্বৈরাচার তাড়াও এখুনি।
মানুষ হয়ে মানুষ পেটান
মারার আগে বিবেক খাটান,
অধিকার নিয়ে বাঁচবে যারা
খুব-ই কি অচেনা তারা।
ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ
নির্মমতা নিষ্ঠুরতায় আমার বাংলাদেশ।
যুদ্ধ করছে দাদা-নানা
কোটা পাচ্ছি আমি নাতি
তাতীর ছেলে হবে তাতী
চাষার ছেলে চাষাই রবে?
আজব কোটায় গড়া জাতি!
হেলমেট ভাই আস্তে মারুন
ব্যথা পাচ্ছে বেশ
শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে
কাটেনি তো যে এখনো রেশ।
কোটা ছেড়ে কলম ধরি
বীরের রক্ত প্রমাণ করি।
রক্তে মাখা শরীর, ফাটা মাথায় হাত বুলাই
ডিজিটাল স্বৈরাচারের উপহার রক্তাক্ত জুলাই।