টানাপোড়নের সংসারে একা মানুষ
মাথা গোজার একটাই ঠিকানা
দিন শেষে কোন রকমে
রেলগাড়ি ধরে ক্যাম্পাসে ফেরা৷
সেই ঠিকানায় আমার বলে
একটা খাট, একটা টেবিল কিছু বই
পরীক্ষায় পাশ জোটাতে
সস্তায় ছাপানো কিছু শিট
আর গল্পে বোনা সেই স্বপ্ন।
কে দেখে দিয়েছিল স্বপ্ন?
তুমি, তুমি তোমরাই তো
তোমরাই তো দেখে দিয়েছিলে
সেবেলাই পাওয়া স্কলারশিপ এ-প্লাস
এবেলার সি-জিপিয়ে নিয়ে যুদ্ধ
এসবি শিখেছি শুধু, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ।
ভালবাসা শেখা হয়ে ওঠে নি আর
কৈশোর পেরিয়ে পড়েছে যৌবন
নারী চোখেও পড়েছে কত চোখ,
তবুও সে চোখে সমুদ্র দেখা হয়নি
আফসোস; ভালবাসা দেখা হয়নি।
এবেলায় চোখে পড়লে চোখ
চোখ সরিয়ে দূরে চেয়ে থাকি রোজ
কালকের ক্লাস, পরশুর টিউটরিয়াল
ফর্ম ফিলাপ, দুদিন বাদের পরীক্ষা
ছোটাছুটি, টিউশনি, মাস শেষের টানাটানি
বন্ধুদের আড্ডা এই তো জীবন, এখানের।