রাত্রি রাড়লে প্রেমিকারা রাস্তায় দাঁড়ায়
ভবঘুরে নেশাখোর তার স্বপ্ন পোড়ায়
এ অবেলায় আর কথা বাড়ায় না সে
ফিরবে যদি স্বপ্ন কিনতে পারে।

প্রেমিকারা এখন ব্যস্ত
রোজ রাত তাদের কাছে মিথ্যে স্বপ্ন
মিথ্যে ছলনায়, পুরুষের পকেটে তারা জব্দ।

অন্তত তুমি ভাল থেকো, কিশোরী
এসব অন্ধকার রাস্তা, ল্যাম্পপোস্ট
রাঙা চোখ, নোংরা শব্দ, কটু কথা
এসবে তোমায় মানায় না।

দলে দলে আরো ভীড়ছে মানুষ
ল্যাম্পপোস্টে হচ্ছে বন্দি জেলখানা
প্রেমিকারা যাচ্ছে মার্সিডিজ আর পাজেরোতে
তুমি প্রেমিক, তুমি অগ্রজ দাঁড়িয়ে রাস্তায়
সিগারেট হাতে, কি পেলে এই নির্মম সময়ে?