নদীর সাথে জলের কতো ভাব
মত্ত খেলায় নিত্য দিন রাত 
মহা সুখ সাগর অভিলাষে
সেই জল ছাড়ে ছোট্ট নদীর সাথ।

ছুটে যায় স্রোত সাগর মোহনায়
ছোট্ট বুকে হয় না কভু সুখ
নদীর থেকে ঢের বড় সাগরে
হয়তো পাবে বিশাল বড় বুক ।

সুখের আশায় এমন হাজার স্রোত
ঢেউ যে তোলে সাগর বুকে রোজ
ছিন্ন করে নাড়ির বন্ধন
নোনা জলে করতে সুখের খোঁজ ।

সুখের দেখা না পেয়ে এই স্রোত
সাগর বুকে তোলে বিষের ঢেউ
বোঝে শেষে নদী ছিলো বেশ
ছেড়ে এসে হয় না সুখী কেউ।

ঢেউ গুলো তাই মুক্তি পেতে রোজ
কুলের দিকে আঁচড়ে পরে ফের
বুঝতে পারে ছোট্ট নদীর বুক
ভালো ছিলো অনেক বেশি ঢের।

এমন হাজার মিঠা নদীর স্রোত
সাগর বুকে পায় না খুঁজে তল
তাই তো সাগর জুড়ে হাহাকার
সাগর জুড়ে অশ্রু নোনা জল ।