থাকবেনা যবে মায়ার ভবে
যতনে পোষা কায়া
মনের তটে স্মৃতির পটে
ঝলসাবে নিজ ছায়া ।
হারাবে স্মৃতি স্বজন প্রীতি
তিলেতিলে গড়া দর
শূন্যে মিলিয়ে নিজেকে বিলিয়ে
অগোছালো বালু ঘর ।
মাটিতে পিষে শরীর মিশে
হারাবে গড়া রঙ্গ
কালের তলে ডুববে জলে
ফসিলের সব জঙ্গ ।
চাষের রতন কুড়াবে যতন
ভূমিতে মিশে মালী
ফেলবে আছড়ে দুমড়ে মুছড়ে
মালিকের সব কালী ।
ক্ষণিকের সাথী সোনার বাতি
জ্বলবে ক্ষয়ে ক্ষয়ে
রক্তের প্রান করবে ম্লান
কিঞ্চিৎ নেবে বয়ে ।
দিনের শেষে অচিন দেশে
মিলিয়ে সাধের জ্যোতি
সময় বেয়ে আসবে ধেয়ে
জীবনের পরিণতি ।