চিন্তায় ঢাকা মলিন মুখে কাঁদো কাঁদো সুরে মা
ডাক্তার কে বললো গিয়ে আর সে চায় না।
আগেও দুটো কন্যা আছে চাই সে এবার ছেলে
গর্ভ পাত করাবে সে পেটের শিশু ফেলে ।
সময় নিয়ে একটু ভেবে ডাক্তার বলে হবে
বাচ্ছা শিশু মারবো আমি শর্ত আছে তবে ।
বলছি আমি অনেক ভেবে সেটা আগে মানুন
আগের দুটো কন্যা থেকে একটি শিশু আনুন ।
তাদের থেকেই মারবো আমি তারাই আসল কাঁটা
মেয়ে হয়ে জন্মেছে তারা তাদের কপাল ফাঁটা ।
পেটের শিশু বড্ড ছোট মারবো কেমন করে
আগের দুটো বেশ বেড়েছে মারবো হাতে ধরে ।
চমকিত মা বললো কেঁদে তাই কখনো হয়
এমন কথা বলবেন না শুনলেই লাগে ভয়
অতি আদরের সন্তান তারা সাত রাজার রতন ।
দশমাস ধরে পেটে রেখেছি কুসুম কলির মতন ।
এসেছেন যাকে মারবেন ভেবে বাড়ছে সেও পেটে
কেমন করে বলছেন মা ফেলবেন তাকে কেঁটে ।
সন্তান সেও রক্তে গড়া অধিকার তার বাঁচার ।
কন্যা বলে মৃত্যু কোলে করবেন না পাচার ।
কাঁদলেন মা চোখ ভাসিয়ে বুঝলেন তার ভুল
ছেলে কিংবা মেয়ে হোক একই নাড়ির ফুল ।