ব্যবসায়ী আমি খাটি
রোজ সপ্তাহে বেছে বেছে ঠিক
কচি পাঠাটাই কাটি
স্বাক্ষী আকাশ মাটি
ব্যবসায়ী আমি খাটি ।
বুদ্ধি করে এক এক দিন পাড়ায় বসি
গতর ঘামিয়ে কাজ করে
লাভের হিসাব কষি ।
হাটে গঞ্জে পাড়ায় পাড়ায়
সব খানেই বসি।
যেদিন যেদিন ছাগল ছাড়ায়
বিক্রি করি হিন্দু পাড়ায়
কচি পাঠার মাংস দেখে
লাইন ধরে এসে দাঁড়ায় ।
বেছে বেছে ঠিক
কচি পাঠাটাই ছাড়াই ।
মুখর দমে বিক্রি করি
হিন্দু পাড়ায় হরি হরি
মানুষ বুঝে বুদ্ধি খুজে
এক এক রকম বাক্য ধরি ।
যেমন ধরো -
গুরু দা তুমি এলে
তোমার জন্য আলাদা রেখেছি
বুঝবে স্বাদ খেলে ।
হাঃ হাঃ হাঃ
ব্যবসায়ী আমি খাটি
রোজ সপ্তাহে
বেছে বেছে ঠিক কচি পাঠাটাই কাটি
স্বাক্ষী আকাশ মাটি
ব্যবসায়ী আমি খাটি ।
কটা পয়সা পাওয়ার জন্যই
একটু বেশি খাটি
প্রতি মাসে চারটে গরু
হিসেব বুঝেই কাটি ।
মুসলমানের বড় পাড়ায়
মোটা তাজা গরুও ছাড়ায় ।
মিষ্টি মিষ্টি কথা বলে
অন্তরের ঘন্টা নাড়াই ।
এই যেমন -
সালাম, রহিম ভাই
এমন সুপার গরু মাংস
এই বাজারে নাই ।
স্বাক্ষী আকাশ মাটি
ব্যবসায়ী আমি খাটি
হিন্দু নাকি মুসলিম তুমি
করি না ঘাটা ঘাটি
গরু ছাগল দুটোই আমি
এক ছুরিতেই কাটি ।