অল্প অল্প বাষ্প জমে সৃষ্টি করে যেমন মেঘ
অভিমানো জমলে বেশি বাড়তে থাকে ঘৃণার বেগ।
শীতের দিনে সকাল বেলা মিষ্টি লাগে রোদ টা বেশ
দীর্ঘ সময় থাকলে রোদে পুড়িয়ে দেয় রোদের তেজ ।
অভিমানো অল্প ভালো পুষলে মনে বাড়ে জেদ
বহু দিনের ভালোবাসায় এক নিমেষে আনে ছেদ।
শক্ত লোহার শরীর জুড়ে মরীচিকা জমে যেই
ঘষেমেজে তুলে দাও ভালো চাইলে শুরুতেই
বাড়তে দিলে দিনে দিনে লোহার শক্তি করবে শেষ
সীমা ছাড়া অভিমান, মরীচিকার ছদ্মবেশ
জমলে মনে দিনে দিনে কুরে খাবে হৃদয় দেশ
অহংবোধে ভালোবাসার সব আবেশের কাটবে রেশ ।
অভিমানে পুড়ে যায় ভালোবাসার ভরা ক্ষেত
বহু দিনের বন্ধনীতে সৃষ্টি হয় ভেদাভেদ ।
লবণ ছাড়া খাবার যেমন যায়না খাওয়া কখনো
লবণ আবার বেশি হলে খায় না কেউ ও তখনো
মান অভিমান থাকবে থাকুক কিন্তু থাকুক সীমাতেই
সম্পর্ক গড়তে যে সুখ, সে সুখ কভু ভাঙতে নেই ।