নদী হবার শখ
আশিক ফয়সাল।
জয় পরাজয় মনের ব্যাপার তবু কতো ছক
ওসব যে নয় বরং আমার নদী হবার শখ
গেঁয়ো কোনো নদী হয়ে দূর বহুদূর
এঁকে বেঁকে বয়ে গাব ভাটিয়ালি সুর ।
তর্কে জেতা গর্বে জেতা আমার স্বপ্ন নয়
যুদ্ধ লড়াই হিংসা ক্রোধে বড্ড আমার ভয়
বিরুদ্ধ স্রোতে নদীর বুকে একলা ভাসা নাও
আমার কাছে অধিক প্রিয় বিপদজনক তাও ।
মিথ্যে নাটক সাধুর মুখোশ লুকোচুরির রং
এসব কিছু ফালতু নিছক চরিত্রের জং
নদীর জলে শিকড় ছোঁয়া বৃদ্ধ গাছের তল
আমার কাছে স্বর্গ লাগে নেই যেথা কোলাহল।