সমাজের কিছু লোক,মানুষ রূপে জোঁক
তারা রক্ত খেয়ে বাঁচে ।
সাদা পোশাক গায়ে দিয়ে
লাশের উপর নাচে ।
মিষ্টি তাদের ভাষা, অন্তরে বিষ ঠাসা
ভালোবেসে কাছে টানে।
স্বার্থ শেষে ছুড়ে ফেলে
নরক নদীর বাণে ।
ভদ্র তাদের চামড়া, সাধু রূপে দামড়া
তারা লোককে ফেলে ফাঁদে ।
সামনে এসে লোক দেখিয়ে
ডুকরে ডুকরে কাঁদে ।
মুখেই তাদের শিক্ষা, অন্তরে নেই দীক্ষা
তারা হাবুডুবু খায় ভুলে
ভুলের পথেই লোককে ডাকে
হাত বুলিয়ে চুলে ।
সমাজের কিছু লোক,মানুষ রূপে জোঁক
মুখোশ তাদের রূপে
তাদের সাথে মেশার থেকে
ঝাঁপ দেওয়া ভালো কূপে ।