দেখতে শোরু খাইসে গরু
বলতো কি নাম তার
কাক ফিঙ্গে বুনো সিংহে
বললো সবাই অজগর
নারে বাঁচা তোরা কাঁচা
অজগর নয় গোপাল ভাঁড়
একাই খাবার করে সাবার
চেঁচিয়ে গলা বললো ষাঁড় ।
এরই মাঝে ময়ূর লাজে
বললো কিছু বলতে চাই
শকুন কাক বেঁধে ঝাঁক
সবজি মাংস সবই খাই
হেসে মরন ধরি চরণ
থামরে তোরা থামরে ভাই
বললো হেসে বাদর নেচে
তোদের মাথায় কিচ্ছু নাই
ছোট মশা রক্ত চোষা
সবার গায়ের রক্ত খাই
জন্তু দানব হস্তী মানব
সবাই তাকে ভয় পাই।